Our VIDEO Gallery
-
রত্নকন্যাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা
রত্নকন্যাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে জানাচ্ছেন ফয়েজ ফাউন্ডেশন-এর কো-ফাউন্ডার ফেরদৌসী বেগম। -
Rotno konna Program 2019
ফয়েজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রত্নকন্যার স্বাস্থ্য কথা প্রোগ্রামে কথা বলছেন ফয়েজ ফাউন্ডেশনের কো-ফাউন্ডার ফেরদৌসী বেগম। তিনি রত্নকন্যাদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে আর ভাল থাকার প্রথম শর্ত হচ্ছে সু-স্বাস্থ্য। প্রতিটি কন্যা শিশুই রত্নকন্যা উল্লেখ করে তিনি আরো বলেন ১৮ বছরে আগে কোন বিয়ে নয়! যদি অভিভাবকরা জোর-জবরদস্তি করে বিয়ে দিতে চায় তাহলে তোমরা তোমাদের স্কুলে অথবা ৯৯৯ [জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর]-এ জানাবে। ফয়েজ ফাউন্ডেশন-এ যোগাযোগ করলেও আমরা সহযোগীতা করবো। পরে তিনি রত্নকন্যাদের শপথ বাক্য পাঠ করান। -
EDC Seminar ব্যাবসায় পুঁজি সংগ্রহের কৌশল
উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (EDC)-র আয়োজন ”ব্যবসায় পুঁজি সংগ্রহের কৌশল” শীর্ষক কর্মশালা।
উপস্থিত ছিলেন, বিশিষ্ট চার্টার্ড একাউন্টেন্ট রানার ফুটওয়ার লিমিটেড এর পরিচালক ও রানার গ্রুপ-এর CFO জনাব এম নজরুল ইসলাম এবং স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ ট্রেনিং ইনিস্টিটিউট (শিল্প মন্ত্রনালয়) এর সম্মানিত প্রিন্সিপাল ইন্জিঃ মোঃ আবুল খায়ের।
কর্মশালার তারিখ: ৩০ জুন, ২০১৮ (শনিবার)
সময়: সকাল ১০:৩০ টা- দুপুর ০২:০০ টা।
স্থান: EDC প্রাঙ্গন, বাড়ী# ৭১, সড়ক# ১৭, ব্লক# সি, বনানী, ঢাকা।
EDC Email: info@edc.com.bd
EDC Facebook Page link: https://www.facebook.com/edc.com.bd/
EDC Website Link: https://www.edc.com.bd
Faiz Foundation Website Link: https://faizfoundation.org/ -
EDC Women Seminer (নারী উদ্যোক্তাদের বিপণন ও পুঁজি সংগ্রহের কৌশল)
EDC আয়োজিত “নারী উদ্যোক্তাদের পুজিঁ সংগ্রহ ও বিপননের কৌশল”
শীর্ষক সেমিনার।
স্থানঃ বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামটর, ঢাকা।
তারিখঃ ৩০ জুলাই, ২০১৮ [সোমবার]
EDC Facebook Page link: https://www.facebook.com/edc.com.bd/
EDC Website Link: https://www.edc.com.bd
Faiz Foundation Website Link: https://faizfoundation.org/ -
Faiz Foundation
ফয়েজ ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে গ্রামীণ দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরী ও লালন, দেশব্যাপী রক্তদানে উদ্বুদ্ধকরণ প্লাটফর্ম তৈরীসহ প্রান্তিক জনপদে সচেতনতা ও বিজ্ঞান মনস্ক প্রজন্ম তৈরীতে কাজ করে যাচ্ছে।
Facebook Page Link: https://www.facebook.com/faizfoundation/
Faiz Foundation Website: https://www.faizfoundation.org -
Asian Tv News (Women self defence)
অলাভজনক প্রতিষ্ঠান “ফয়েজ ফাউন্ডেশন” ইভটিজিং, যৌননিপিড়ন প্রতিরোধকল্পে মেয়েদের আত্নরক্ষামূলক ফ্রি প্রশিক্ষন কর্মসূচী হাতে নিয়েছে। এ লক্ষ্যে গত ৩০শে নভেম্বর বনানীস্থ নিজ অফিস প্রাঙ্গনে কারাতে ফেডারেশনের স্বীকৃত প্রশিক্ষক দ্বারা ৩০ জন তরুনীকে দিনব্যাপি আত্নরক্ষামূলক কৌশল শেখানো হয়। উক্ত ওয়ার্কশপ উদ্বোধন করেন ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সালেহ মাজেদ। এছাড়া প্রতিষ্টানটির সেক্রেটারী মিসেস ফেরদৌসী বেগম বলেন তার প্রতিষ্ঠান পর্যায়ক্রমে দেশব্যাপী ১০,০০০ মেয়েকে ফ্রি প্রশিক্ষন প্রদান করবেন।
Facebook Page Link: https://www.facebook.com/konya.kotha/ -
Voice of Women Women Self Defense
অলাভজনক প্রতিষ্ঠান “ফয়েজ ফাউন্ডেশন” ইভটিজিং, যৌননিপিড়ন প্রতিরোধকল্পে মেয়েদের আত্নরক্ষামূলক ফ্রি প্রশিক্ষন কর্মসূচী হাতে নিয়েছে। এ লক্ষ্যে গত ৩০শে নভেম্বর বনানীস্থ নিজ অফিস প্রাঙ্গনে কারাতে ফেডারেশনের স্বীকৃত প্রশিক্ষক দ্বারা ৩০ জন তরুনীকে দিনব্যাপি আত্নরক্ষামূলক কৌশল শেখানো হয়। উক্ত ওয়ার্কশপ উদ্বোধন করেন ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সালেহ মাজেদ। এছাড়া প্রতিষ্টানটির সেক্রেটারী মিসেস ফেরদৌসী বেগম বলেন তার প্রতিষ্ঠান পর্যায়ক্রমে দেশব্যাপী ১০,০০০ মেয়েকে ফ্রি প্রশিক্ষন প্রদান করবেন।
Facebook Page Link: https://www.facebook.com/konya.kotha/ -
EDC Digital Marketing
EDC গত ১৯.০৫.২০১৮ তারিখে আরো একটি সফল কর্মশালার আয়োজন করেছে। উক্ত কর্মশালায় প্রচলিত ও ডিজিটাল মার্কেটিং এর উপর কার্যকর বক্তব্য রাখার জন্য জনাব তারিক আবদুল্লাহ ও জনাব সায়েদুজ্জামানকে EDC-র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। অনুষ্ঠানে ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও EDC-র প্রেসিডেন্ট জনাব সালেহ্ মাজেদ প্রেরনামূলক বক্তব্য প্রদান করেন এং নতুন উদ্যোক্তাদের প্রতি EDC-র চলমান সমর্থন আরো জোড়ালো করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Facebook Page Link: https://www.facebook.com/edc.com.bd/
Website: http://edc.com.bd
Email: info@edc.com.bd -
TeaSchool
ধোঁয়া ওঠা চা খেতে খেতে গল্প করার মজাই আলাদা। সে গল্পটা যদি হয় সমাজের সচেতনতার জন্য? তাতে শিক্ষার আলো যদি প্রবেশ করে কেমন হয় বলুন তো? সমাজে জেঁকে বসা কুসংস্কারের ভার থেকে আমাদের কাঁধকে ধীরে ধীরে হালকা করতেই ফয়েজ ফাউন্ডেশনের একটি অনানুষ্ঠানিক শিক্ষা উদ্যোগ টি-স্কুল। এলাকার কিছু লোকজন সেখানে বসে চা খায়, পত্রিকা পড়ে, গল্পে গল্পে মুখর হয়ে থাকে আর সচেতন হয় সুন্দর সমাজ গড়ার জন্য দরকারি কিছু বিষয়ে। বিষয়গুলোর মধ্যে আছে- মাদক ও জঙ্গিবাদকে না বলা, বাল্য বিবাহ রোধ করা, স্বাস্থ্য সচেতনতা, কৃষিকাজ ইত্যাদি। এভাবেই গুটি গুটি পায়ে এগোচ্ছে আমাদের টি-স্কুল। আমাদের সাথে আপনিও চলে আসতে পারেন একদিন চা খেতে। সুন্দর সমাজকে গড়তে আপনিও নাহয় গল্পের ঝড়ই তুললেন একবার চায়ের কাপে।
Facebook Page: https://www.facebook.com/teaschool.ff/ -
EDC
EDC is a nonprofit organization founded to create entrepreneur,to work for the marginal entrepreneur,to innovate the opportunity for the young entrepreneur.
Email: info@edc.com.bd
Facebook Page: https://www.facebook.com/edc.com.bd/
EDC Website: https://edc.com.bd -
Faiz Foundation Blood Donors
We donate blood ourselves and encourage others to donate blood to save lives.
We are the selfless bridge between the person needs blood & the blood donors.
Contact: 01875-351 004
Our Apps: http://bit.ly/2Epmgk3
ভিডিও টিউটোরিয়ালঃ https://www.facebook.com/blood.blood24/videos/2071110212907103/
Facebook page: https://www.facebook.com/blood.blood24/ -
Batighor library
বই পড়ার বাতিক ছিল আমার ছোটকাল থেকেই। গল্প উপন্যাস থেকে শুরু করে সব ধরণের বই পড়তাম। এমন কি স্কুলঘরের বারান্দার ফাঁক গলে চুপি চুপি লুকিয়ে বই এনেও পড়েছি। কত ধরণের সুন্দর গল্প, কবিতা আর ছবিতে ভরা ছিল বইগুলো। পাতায় পাতায় গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া সব কাহিনী। তখন না বুঝলেও এ বই পড়ার অভ্যাস আমাকে অনেকটা এগিয়ে দিয়েছে। বিশ্বের জ্ঞানের দরজা আমার জন্য অনেকটা খুলে দিয়েছে। আমার জন্মস্থান ও বেড়ে ওঠার জায়গা যে গ্রামে সেখানের মানুষ আজো এ বই পড়া থেকে অনেকটা পিছিয়ে। আমি এ সুযোগটা তাদের দিতে চাই। ফয়েজ ফাউন্ডেশনের একটি ক্ষুদে উদ্যোগ বাতিঘর লাইব্রেরী দিয়েই শুরু করি। শুরুটা ছোট থেকে হলেও আমার স্বপ্নটা আরো বড়। তাই রবার্ট ফ্রস্টের কয়টি লাইন আমি আবারো বলতে চাই,
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
সালেহ মাজেদ ডেভিড (ফয়েজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা)
Facebook page: https://www.facebook.com/batighar.ff/